ক্ষুব্ধ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং


NNS : রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের ঋণ খেলাপের অভিযোগে সিবিআইয়ের পদক্ষেপের সমালোচনায় মুখর হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা অমরিন্দর সিং | তাঁর অভিযোগ এই ঘটনায় কোন প্রমান ছাড়াই তাঁর জামাই গুরুপাল সিংয়ের নাম জড়িয়েছে সিবিআই | তিঁনি জানান যে সিমভয়লি সুগারস লিমিটেডের মাত্র ১২.৫ শতাংশ শেয়ার করেছে গুরুপালের নামে | তাঁর অভিযোগ যে রাজনৈতিক কারণেই বিশেষ উদ্দেশ্য নিয়ে এই অভিযোগ দায়ের করা হয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment