NNS : New Delhi:- মালদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | এছাড়া আফগানিস্থান ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলেই হোয়াইট হাউস সূত্রে জানা গেছে |
এশিয়ার দুই বৃহত্তম শক্তি ভারত ও চীন এখন কূটনৈতিক দ্বন্দে ব্যস্ত মালদ্বীপকে নিয়ে | মালদ্বীপের আবদুল্লা ইয়ামিনের সরকার চীনকে পাশে চাইলেও সে দেশের বিরোধী তথা প্ৰাক্তন রাষ্ট্রপতি মহম্মাদ নৌসেদ ভারতের সাহায্য চেয়ে আবেদন করেছেন | যা দেখে চীন বলেছেন স্বতন্ত্রতায় আঘাত করলে চীন ছেড়ে কথা বলবে না | গতকাল মার্কিন প্রেসিডেণ্ট ডোলান্ড ট্রাম্প ফোন করেন ভারতের প্রধানমন্ত্রীকে | এবছরে এটাই তাঁর প্রথম ফোন | আলোচনায় দুজনেই উদ্বেগ প্রকাশ করেন মালদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে |
গত বৃহঃস্পতিবার ৯ জন জেলবন্দী বিরোধী রাজনীতিককে মালদ্বীপের শীর্ষ আদালত মুক্তির নির্দেশ দেওয়ায় ছোট্ট ঐ দ্বীপ রাষ্ট্রে প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে | এই নির্দেশ মানতে অস্বীকার করেছেন ক্ষমতাশীন ইয়ামিন সরকার | দেশে জারি হয়েছে জরুরি অবস্থা |
0 comments:
Post a Comment