এক সময় গায়ে হলুদ, পহেলা বৈশাখ কিংবা বিভিন্ন ধরনের বাঙালি অনুষ্ঠানেই কেবল তরুণীদের কপালে দেখা যেত অপেক্ষাকৃত বড় আকারে টিপ। সে রীতি ভেঙে দৈনন্দিন সাজের সঙ্গে বড় টিপ পরার প্রচলনটাও হয়েছে বেশ আগে। এখন সেই গোলাকার টিপই সেজে উঠছে নিত্য নতুন ঢঙে। কখনও কলকির নকশায় সেজে উঠছে টিপ, কখনও কপাল জুড়ে পাপড়ি মেলে দিচ্ছে রঙিন ফুল।
।কেবল শাড়ি অথবা বাঙালি পোশাকের সঙ্গেই টিপ পরতে হবে এমন ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে পশ্চিমা পোশাকের সঙ্গেও অনেকে দিব্যি পরছেন টিপ। আবার খুব সাজগোজ করে তারপর টিপ পরতে হবে এমন ধারণা থেকেও বের হয়ে এসেছেন তরুণীরা। একটি সাদামাটা ফতুয়া ও এলোমেলো চুলের সঙ্গে কপালে চট করে বসিয়ে নিচ্ছেন আলপনা করা একটি বড় টিপ।
আবার টিপ ঠিক মতো পরছেন কিনা সেটার উপরও নির্ভর করে টিপের সৌন্দর্য। কপাল ছোট হলে অথবা ভ্রু জোড়া হলে বড় টিপ না পরারই ভালো। মাঝারি সাইজের গোল টিপ মানিয়ে যায় সব ধরনের মুখেই।
।কেবল শাড়ি অথবা বাঙালি পোশাকের সঙ্গেই টিপ পরতে হবে এমন ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে পশ্চিমা পোশাকের সঙ্গেও অনেকে দিব্যি পরছেন টিপ। আবার খুব সাজগোজ করে তারপর টিপ পরতে হবে এমন ধারণা থেকেও বের হয়ে এসেছেন তরুণীরা। একটি সাদামাটা ফতুয়া ও এলোমেলো চুলের সঙ্গে কপালে চট করে বসিয়ে নিচ্ছেন আলপনা করা একটি বড় টিপ।
আবার টিপ ঠিক মতো পরছেন কিনা সেটার উপরও নির্ভর করে টিপের সৌন্দর্য। কপাল ছোট হলে অথবা ভ্রু জোড়া হলে বড় টিপ না পরারই ভালো। মাঝারি সাইজের গোল টিপ মানিয়ে যায় সব ধরনের মুখেই।
0 comments:
Post a Comment