'সম্প্রীতি পার্ক 'উদ্বোধনে সম্প্রীতির বার্তায় অজয় দে !!!

স্নেহাশিষ মুখার্জি :
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় রাজ্য সরকারের অমৃত প্রকল্পের আওতায় শান্তিপুর পৌরসভার উদ্যোগে নদীয়ার শান্তিপুরের মালঞ্চে 'সম্প্রীতি উদ্যান ' শিশুদের জন্য খুলে দেওয়া হল |
সম্প্রীতি পার্কের উদ্বোধন করে পৌরপতি অজয় দে আমাদের ওয়েব মাধ্যমকে জানান -" কিছু বিভেদকামী শক্তি আমাদের দেশকে কলুষিত করতে চাইছে | ধর্ম ধর্ম করে সাম্প্রদায়িক হানাহানির চেষ্টা করছে | আমাদের মুখ্যমন্ত্রী ভীষণ গুরুত্ব দিয়ে পশ্চিমবাংলাকে চোখের মনির মত রক্ষা করার চেষ্টা করছেন | তাঁরই অমৃত প্রকল্পে এই পার্ক | সেজন্য এই পার্কের নামকরণ হল 'সম্প্রীতি পার্ক ' | 
    
           পাশাপাশি হিন্দু মুসলমান ভাইয়ের বসবাস | সকলেই শিশুদের নিয়ে এই পার্কে আসবেন | এটা রক্ষার দায়িত্ব সকলের | যে পাঁচ জন মানুষ জমি দান করেছেন তাঁদের অবদান ছাড়া এই কাজ সম্ভব হত না | আজ জমির কত দাম ? বিনা শর্তে জমি দিয়েছেন | জমি না দিলে একাজ সম্ভব ছিল না | সত্যের জয় আছে | সেটা আমাদের মুখ্যমন্ত্রী করে দেখিয়েছেন | সকলে মিলেমিশে একসাথে থাকুন | কোন দিকে কান দেবেন না | বিভেদকামী শক্তি ভুল বোঝাবে , বিভ্রান্ত হবেন না " |
           উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ পৌরপতি আব্দুল সালাম কারিকর , বৃন্দাবন প্রামাণিক , যতণ সরকার প্রমুখ নেতৃত্ববৃন্দ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment