ছয়টি প্রাচীন নদীকে পুনরুজ্জীবিত করবে রাজ্য সরকার !!!


Indiapost24 Web Desk : ছয়টি প্রাচীন নদীকে পুনরুজ্জীবিত করার একটি বড় প্রকল্প নিয়েছে রাজ্য সরকার | এই নদীগুলি সময়ের সঙ্গে সঙ্গে তাদের গতিপথ হারিয়ে ফেলেছে | বেহিসেবি ময়লা জমা হওয়া এবং ড্রেজিং না হওয়ার ফলে অবলুপ্তির পথে নদীগুলি | 

     এটি তৃণমূল সরকারের একটি সাধুবাদযোগ্য প্রয়াস | রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং সেচ দপ্তরের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়ণ করবে |
পূর্ব বর্ধমান জেলার বাঁকা , খারি ও গাঙ্গুর নদী এবং শাখা নদী ডাকাতিয়াকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে | অন্য দুটি নদী হল যমুনা ও সরস্বতী নদী যা হাওড়া , ও উত্তর ২৪ পরগণা দিয়ে বয়ে চলেছে | বাঁকুড়া , হুগলি , ও উত্তরদিনাজপুর জেলার গন্ধেশ্বরী , দামোদর বিরাই , ও কুলিক নদীর পুনরুজ্জীবন করা হবে এই প্রকল্পের অংশ হিসাবে | 

       এই প্রকল্পে কৃষক ও ১০০ দিনের কাজের কর্মচারীরা প্রভূত উপকৃত হবেন | বাঁকা ও খারি নদীর মোহনায় নন্দাই  থেকে এই কাজ প্রথম শুরু হবে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment