Sujit Ghosh:আজ কুচবিহারের দিনহাটার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি স্মরণে দিনহাটা বিধানসভা কেন্দ্র ভিত্তিক প্রথম দ্বিতীয় বার্ষিক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উত্তর বঙ্গের উন্নয়ন মন্ত্ৰী রবীন্দ্রনাথ ঘোষ এদিন রাজ্যের তৃনমূল সরকারের জনহিতকর প্রকল্পগুলি সম্বন্ধে আলোচনা করেন | পাশাপাশি বলেন এবার ভোটের সময় আপামর সাধারণ মানুষের উচিত সেগুলো মাথায় রেখে ভোট দেওয়া | বিরোধিরা যতই বিভেদের রাজনিতী করুক না কেন সেগুলো কোনওভাবেই টিকবে না | তাই সামনের পঞ্চায়েত নির্বাচনে যাতে সুষ্ঠ পঞ্চায়েত ব্যাবস্থা গঠন হয় ও সমাজের কৃতিমান মানুষরা যাতে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত হয় সেই ব্যাপারে যেমন উদ্যোগ নেওয়া প্রয়োজন তেমনই যাতে কোন সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে প্রত্যেক কর্মী সমর্থকে কড়া নজর রাখার নির্দেশ দেন মন্ত্রী..
মঞ্চ থেকে আরও বলেন যে নির্বাচন কমিশন যে রস্টার টা ঘোষণা করেছেন সেই রস্টার অনুযায়ী যেখানে এসসি, এসটির সিট সংরক্ষিত আছে সেখানে সেটাই জেনো বলবৎ থাকে ,কোনো ভাবেই তার অন্যথা যেন না হয় | এরপর তিঁনি দলীয় স্তরে মঞ্চ থেকে নির্দেশ দেন পঞ্চায়েত ভোটের আগেই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলে মমতা ব্যানার্জীর হাতকে শক্ত করে আগামী দিনে বাঙলায় আরও উন্নয়নের লক্ষ্যে আমরা সমস্ত সিট জিতে গোটা বাংলায় ঘাঁস ফুল ফোটাতে চাই | তাই আসন্ন পঞ্চায়েত ভোটে আপনারা তৃনমূলের পাশে দাঁড়িয়ে দিদির হাত শক্ত করুণ |
এদিন এই ভাবে দিনহাটা বিধানসভার অন্তর্গত ১৬ টা পঞ্চায়েত নিয়ে কমবেশি ১৫০০০ থেকে ১৮০০০ পুরুষ-মহিলা কর্মী সমর্থক নিয়ে এই সভা আয়োজন করা হয় | উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ , কুচবিহার লোকসভার সাংসদ পার্থ প্রতিম রায় , বিধায়ক তথা চেয়ারম্যান বন উন্নয়ন নিগম উদয়ন গুহ প্রমুখ ব্যক্তিত্ব বর্গরা |
মঞ্চ থেকে আরও বলেন যে নির্বাচন কমিশন যে রস্টার টা ঘোষণা করেছেন সেই রস্টার অনুযায়ী যেখানে এসসি, এসটির সিট সংরক্ষিত আছে সেখানে সেটাই জেনো বলবৎ থাকে ,কোনো ভাবেই তার অন্যথা যেন না হয় | এরপর তিঁনি দলীয় স্তরে মঞ্চ থেকে নির্দেশ দেন পঞ্চায়েত ভোটের আগেই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলে মমতা ব্যানার্জীর হাতকে শক্ত করে আগামী দিনে বাঙলায় আরও উন্নয়নের লক্ষ্যে আমরা সমস্ত সিট জিতে গোটা বাংলায় ঘাঁস ফুল ফোটাতে চাই | তাই আসন্ন পঞ্চায়েত ভোটে আপনারা তৃনমূলের পাশে দাঁড়িয়ে দিদির হাত শক্ত করুণ |
এদিন এই ভাবে দিনহাটা বিধানসভার অন্তর্গত ১৬ টা পঞ্চায়েত নিয়ে কমবেশি ১৫০০০ থেকে ১৮০০০ পুরুষ-মহিলা কর্মী সমর্থক নিয়ে এই সভা আয়োজন করা হয় | উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ , কুচবিহার লোকসভার সাংসদ পার্থ প্রতিম রায় , বিধায়ক তথা চেয়ারম্যান বন উন্নয়ন নিগম উদয়ন গুহ প্রমুখ ব্যক্তিত্ব বর্গরা |
0 comments:
Post a Comment