বলিউডের অন্যতম রোমান্টিক অভিনেত্রী রেখা তার জীবনের প্রেম ও স্বপ্নভঙ্গ নিয়ে আভাসে ইঙ্গিতে অনেক সময় অনেক মাধ্যমে অনেক কথাই জানিয়েছেন । অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কম গুঞ্জনও হয়নি। আবারও একার নিজের ভগ্নহৃদয় নিয়ে আভাসে ইঙ্গিতে অনেক কথাই বোঝালেন রেখা।
এদিন সন্ধ্যায় কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোঁসলকে সম্মান জানানোর অনুষ্ঠানে রেখা এমন অনেক কথাই বলেলেন, যা আগে কখনো বলেননি। রেখা বলেন, ‘যাকে আমি ভালোবাসি তার থেকে দূরে সরে যাই। আর যাকে অনেক বেশি ভালোবাসি, তার থেকে তো আরোও দূরে চলে যাই। কারণ, এমন না করলে দুনিয়াই আমারে দূরে সরিয়ে দেয়।’আশা ভোঁসলেকে ৫ তম যশ চোপড়া জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন মহারাষ্ট্রের রাজ্যপাল ও রেখা।
এদিন সন্ধ্যায় কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোঁসলকে সম্মান জানানোর অনুষ্ঠানে রেখা এমন অনেক কথাই বলেলেন, যা আগে কখনো বলেননি। রেখা বলেন, ‘যাকে আমি ভালোবাসি তার থেকে দূরে সরে যাই। আর যাকে অনেক বেশি ভালোবাসি, তার থেকে তো আরোও দূরে চলে যাই। কারণ, এমন না করলে দুনিয়াই আমারে দূরে সরিয়ে দেয়।’আশা ভোঁসলেকে ৫ তম যশ চোপড়া জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন মহারাষ্ট্রের রাজ্যপাল ও রেখা।
0 comments:
Post a Comment