বামেদের আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে আসানসোলের উত্তেজনা!!!



Indiapost24 Web Desk : পুলিশের   সঙ্গে ধস্তাধস্তির বাম সমর্থকদের। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ আসানসোলের বিএনআর মোড়  থেকে মিছিল করে মহকুমাশাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয় বাম সমর্থকরা। জেল  গেটের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করলে, বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যান বাম সমর্থকরা।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment