হুগলি জেলায় বন্যা নিয়ন্ত্রণে নতুন মাস্টার প্লান!!!


Indiapost24 Web Desk : হুগলি জেলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণে নয়া উদ্যোগ রাজ্য সেচ দপ্তরের। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হবে পরিকাঠামোগত সংস্কার করা - যেমন, বাঁধ  গুলিকে শক্ত করা, নদীকে পলি মুক্ত করা এবং খাল পরিষ্কার করা। এই প্রকল্পটির 2 পর্যায়ে করা হবে - প্রথম পর্যায়ে আরামবাগ থেকে গোঘাট ও দ্বিতীয় পর্যায়ে খানাকুল থেকে পুরসুরা।
প্রথম পর্যায়ে খরচ হবে 60 কোটি টাকা ও পরে পর্যায়ে 80 কোটি টাকা।
প্রসঙ্গত, উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে দুটি মাস্টার প্লান তৈরি করা হয়েছে। একটি মাস্টার প্ল্যান কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার জন্য।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment