Indiapost24 Web Desk : আগামীকাল আউশগ্রামে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । সুত্রের খবর অনুযায়ী ,আউশগ্রামের শিবদা মোড়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন তিনি । যারফলে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
একটু অতীত চারণ করলেই রাজনৈতিক ইতিহাস বলবে একসময় আউশগ্রামে বামেদের সংগঠন ছিল অতি মজবুত। তবে ২০১৬ সালে এই বিধানসভা কেন্দ্রে পালাবদল হয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস । তপশিলি জাতি, উপজাতি অধ্যুষিত এই একদা বামফ্রন্ট দূর্গ আউশগ্রামে এর আগে কোনও মুখ্যমন্ত্রী কখন ও পা রাখেননি।
তাই মুখমন্ত্রীর সভা নিয়ে যথেষ্ট উৎসাহী এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা অপেক্ষায় রয়েছেন মুখ্যমন্ত্রীর, এছাড়াও তাঁদের এলাকার জন্য কী কী প্রকল্পের কথা ঘোষণা করবেন, তা নিয়ে।
0 comments:
Post a Comment