কংগ্রেস ও বিজেপি দেশের জন্য যোগ্য নয়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় !!!




Indiapost24 Web Desk :  আজ নবান্নে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে.চন্দ্রশেখর রাও এর সাথে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বললেন,কংগ্রেস ও বিজেপি দেশের জন্য যোগ্য নয়। আমরা শক্তিশালী ফেডারেল ফ্রন্ট চাই।

১) আমরা মনে করি আমাদের দেশের একটা বড় পরিবর্তন দরকার।

২) বিকল্প এক জোট শক্তির প্রয়োজন।

৩) মানুষকে একজোট করে ফেডারেল ফ্রন্ট হবে।

৪) আমরাও ফেডারেল ফ্রন্ট চাই। এরপর ফ্রন্ট নিয়ে আরো আলোচনা হবে।

৫) আরো সমমনোভাবাপন্ন দলের সঙ্গে কথা বলব।

৬) অবিজেপি ফ্রন্ট হবে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment