বিমল গুরুংয়ের দেহরক্ষী গ্রেপ্তার !!!


NNS : গতবছর দার্জিলিঙে হিংসা, অশান্তির ঘটনায় গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংয়ের দেহরক্ষী উদয় গুরুংকে পুলিশ গ্রেপ্তার করেছে। একই মামলায় বিমল গুরুংয়ের 2 গাড়ি চালক সিদ্ধান্ত বিশ্বকর্মা ও অরূপ প্রধানকে একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

 দার্জিলিংয়ের তাকভর এলাকায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে সরকারি দপ্তর ভাঙচুর, আগুন লাগানো একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। আজি কড়া নিরাপত্তায় তাদের শিলিগুড়ি আদালতে নিয়ে আসা হয়। আপাতত ধৃতদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment