Indiapost24 Web Desk : ফের কলকাতায় শোনা যাবে সাইরেনের আওয়াজ | কোনও ধরনের বিপর্যয়ের আগাম সতর্কতা হিসেবে এই সাইরেন বাজবে | অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রি জানান , আমরা রাজ্যের মানুষকে আগাম সতর্ক করতে এই ব্যাবস্থা চালু করছি |
প্রথমে পাইলট প্রজেক্ট হিসাবে কলকাতা , হাওড়া ও হুগলিতে সাইরেন সিস্টেম চালু হবে | অত্যাধুনিক এই সাইরেন ব্যাবস্থা চালু করতেই ইতিমধ্যে দপ্তরের বাজেট উল্লেখ করা হয়েছে | কলকাতার ক্ষেত্রে প্রতি এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটি করে সাইরেন বসানো হবে | জেলার ক্ষেত্রে প্রতি ৩ কিলোমিটারে বসানো হবে একটি সিষ্টেম | এই সিস্টেমে শুধু শব্দই হবে না যে কোন ধরণের অডিও বার্তাও শোনা যাবে | প্রতি সাইরেনের সঙ্গে যোগ থাকবে ইন্টারনেট ও স্যাটেলাইট সিষ্টেম | যে কোন ধরণের বিপর্যয় বা বিপদের আগে নবান্ন কন্ট্রোল রুম থেকে সেই অঞ্চলের মানুষকে শব্দ ও বার্তা দিয়ে সাবধান করতে পারবে প্রশাসন |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment