বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে ইসরত জাহান !!!

Mostak Ahamed : বিজেপির পশ্চিমবঙ্গ শাখায় দলের মহিলা মোর্চায় গুরুত্বপূর্ণ পদ পেলেন তিন তালাক নিয়ে দীর্ঘ লড়াইয়ের অন্যতম রূপকার হাওড়ার ইসরত জাহান | তিন তালাক প্রথা বাতিলের বিরোধিতা করে সুপ্রীম কোর্টে আইনী লড়াই চালানোর সময় থেকেই তিঁনি পরিচিত মুখ |
কিছুদিন আগে তিঁনি বিজেপিতে যোগ দেন | সম্প্রতি বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য দপ্তরে মহিলা মোর্চার এক সভায় ইশরত জাহানকে দলের মহিলা মোর্চার সংখ্যালঘু সেলের দায়িত্ব দেওয়া হয়েছে | মহিলা মোর্চার রাজ্য সভাপতি লকেট চট্টোপাধ্যায় এই সংবাদ জানিয়ে বলেছেন যে , তাৎক্ষনিক তিন তালাক নিয়ে ইশরত জাহানের ভূমিকায় খুশি দলের রাজ্য নেতৃত্ব | তাই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment