ম্যাচ গড়াপেটার অভিযোগ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে !!!


NNS  : আই লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গড়াপেটার গুরুতর অভিযোগ তুলল মিনার্ভা পাঞ্জাব এফ সি। নিখিল ভারত ফুটবল ফেডারেশনের অভিযোগ তোলা হয়েছে যে, চেন্নাইয়ের কোচ কে আর্থিক টোপ  দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে যে, এফ সি কোচ  ও অন্য কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন ইস্টবেঙ্গলের  অ্যালভিটো  ডি কুইনহা। সেখানে ম্যাচ গড়াপেটা করতে দশ লক্ষ টাকার টোপ  দেওয়া হয়।

 বলা হয় যে, চেন্নাই যদি মিনার্ভা কে হারাতে পারে ও ইস্টবেঙ্গল আই  লীগ জয়ী হয় তবে ওই টাকা দেওয়া হবে। যদিও ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার এই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করছেন যে, ইস্ট বেঙ্গলের ভাবমূর্তিকে নষ্ট করতে মিনার্ভা পাঞ্জাব  দলের মালিক এমন ভিত্তিহীন অভিযোগ করছেন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment