হতাশা বাড়ছে মুকুলপন্থিদের !!!


Indiapost24 Web Desk :  একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘণিষ্ঠ তথা তৃণমূল কংগ্রেসের সেকন্ড ইন কম্যান্ড মুকুল রায় বিজেপিতে যোগদানের পর তাঁর ঘণিষ্ঠ অনুগামীদের মধ্যে যে উৎসাহ , উদ্দীপনা দেখা দিয়েছিল তাঁর অনেকটাই এখন হতাশার ছায়ায় ঢাকা পড়েছে | মুকুল রায় বিজেপিতে যোগদানের পরেই প্রচার শুরু করা হয় যে তাঁকে নাকি বিজেপি ভিন রাজ্য থেকে রাজ্যসভায় সাংসদ করার পরিকল্পণা নিয়েছে |
শুধু সাংসদ করাই নয় , মুকুল অনুগামীদের বক্তব্য ছিল যে পঞ্চায়েত নির্বাচনের আগে দাদাকে এনডিএ সরকারের মন্ত্রী করা হবে | কিন্তু বাস্তবে মুকুল অনুগামীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি | মুকুল রায়কে ভিন রাজ্য থেকে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী করেননি অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতারা | স্বাভাবিক ভাবেই সাংসদ না হওয়ায় মুকুল অনুগামীদের তাঁদের দাদা মন্ত্ৰী হওয়ার কল্পনাও বাস্তবে ধাক্কা খেয়েছে |

পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পঞ্চায়েত উপসমিতির আহ্বায়ক করা হলেও পশ্চিমবঙ্গে মুকুল রায় শেষ পর্যন্ত্য কতটা সফল হবেন সেদিকে তাকিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব |  আসামে কংগ্রেস থেকে আশা হিমন্ত বিশ্বশর্মাকে  বিজেপি যেভাবে ত্রিপুরা সহ সমগ্র উত্তরপূর্বে কাজে লাগিয়ে সফলতা পেয়েছেন তাতেই বিজেপি , এমনকি আরএসএসের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন হিমন্ত বিশ্বশর্মা |
অন্যদিকে মুকুল রায় পঞ্চায়েত নির্বাচনে সাংগঠনিক ভাবে কতটা সফলতা দেখান , তিঁনি তৃনমূলের মন্ত্ৰী , বিধায়ক , সাংসদদের কতজনকে বিজেপির দিকে টেনে আনতে পারেন সেদিকেই তাঁকিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব | মুকুল রায় সফল হলে বিজেপি নেতৃত্ব যে , তাঁকে পুরষ্কার দিতে দ্বিধা করবেন না সে বিষয়ে একমত রাজনৈতিক মহল |

কিন্তু এখনও পর্যন্ত্য বিজেপিতে যোগ দিয়ে মুকুল রায় যে বড় ধরনের কোন সাফল্য দলের হাতে তুলে দিতে পারেননি সে বিষয়েও একমত রাজনৈতিক মহল | কাজেই মুকুল অনুগামিদের হতাশার পিছনে কোন যুক্তি কাজ করছে বলে মনে করছেন না রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment