স্নেহাশিষ মুখার্জি
বাংলাদেশ সীমান্ত জেলা মুর্শিদাবাদের ধুলিয়ানে পুলিশ মাদক চক্রের ওপর জোরাল আঘাত হানলো | গোপন সূত্রে খবর পেয়ে সাড়ে তিন কুইন্টাল গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ | ঘটনায় আটক করা হয়েছে একটি গাড়িও | উত্তরবঙ্গ থেকে আসার পথে সুতি থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্ৰুপ আজ ভোরে লরিটি ধুলিয়ান থেকে আটক করে | তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৩৫৮ কেজি গাঁজা | ধৃত দুজনের নাম নিজাম শেখ , ও আলাউদ্দিন শেখ |
পুলিশ সূত্রে খবর নিজাম শেখের বাড়ী মুর্শিদাবাদের সালার থানার রাইগ্রামে | আলাউদ্দিন শেখ বহরমপুর থানার দুর্গাপুরের বাসিন্দা | ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়া হবে জানিয়েছে পুলিশ | পুলিশ আগেই গোপন সূত্রে খবর পায় যে উত্তরবঙ্গ থেকে পিক আপ ভ্যানটি গাঁজা ভর্তি করে আসছিল |নিজাম শেখ ঐ গাড়ির চালাক |
গোপন সূত্রের খবর পেয়ে এস ও জি ও সুতি থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ধুলিয়ানে নাকা বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে | ভোর নাগাদ নির্দিষ্ট গাড়িটি পৌঁছতেই পুলিশ গাড়িটি আটক করে | উদ্ধার হয় সাড়ে তিন কুইন্টাল গাঁজা | ধৃতরা জানিয়েছে গাড়িটি রায়গঞ্জ থেকে আসছিল | গাঁজা নিয়ে নদীয়া যাওয়ার কথা ছিল | এই চক্রের সাথে কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ | এদিকে ধুলিয়ানে এতো বড় পরিমাণ গাঁজা আটক হওয়ায় যঠেষ্ট স্বস্তিতে পুলিশ প্রশাসন | সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সীমান্ত লাগোয়া এলাকায় মাদক ও জাল নোট চক্র সক্রিয় বলে সূত্রের খবর |
0 comments:
Post a Comment