বিপর্যয়ে মৃত্যু ক্ষয়ক্ষতি কমাতে প্রতি জেলায় বিশেষ ব্যাবস্থা !!!


Indiapost24 Web Desk :  যেকোন বিপর্যয়ে একটিও মৃত্যু কাম্য নয় | রাজ্য সরকারের এই উদ্দেশ্যই সফল করতে এবার প্রতি জেলাতে তৈরি করা হচ্ছে 'জেলা বিপর্যয় ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ ' বা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি | পাশাপাশি সব জেলাতে তৈরি হচ্ছে ডিএমজির নিজস্ব ' কুইক রেস্পন্স টিম ' | কলকাতা পুলিশের আদলে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও এবার বিশেষ প্রশিক্ষিত উদ্ধারকারী দল তৈরি করতে চলেছে | এরা ২৪ ঘণ্টার জন্যই জেলা গুলিতে সতর্ক থাকবে যে কোন বিপর্যয়ের মোকাবিলা করতে |

 প্রতি জেলা ' কুইক রেসপন্স টিম ' নিয়োগ হবে সেই জেলা থেকেই | এতে ' কুইক রেসপন্স টিমের ' সেই জেলার ভৌগোলিক সুবিধা ও অসুবিধা নিয়ে সম্যক ধারণা থাকবে যা উদ্ধার কার্যের সময় বাড়তি সাহায্য করবে | প্রতি ডিডিএমের মাথায় থাকবে সেই জেলার জেলাশাসক | কলকাতার ক্ষেত্রে জেলাশাসকের জায়গায় থাকবেন পুরসভার কমিশনার | প্রতি জেলার সাবডিভিশন গুলিতে ২৫ জন করে ' কুইক রেসপন্স টিমের ' কর্মীদের রাখা হবে |
 প্রতি জেলায় থাকবে ' কুইক রেসপন্স টিমের ' প্রশিক্ষিত কর্মি | জেলা শাসকের নির্দেশে পরিচালিত হবে এই বাহিনি | নিচের স্তরের বাহিনীকে নির্দেশ দেবে ডিএমজির ফিল্ড লেভেল অফিসাররাই | আলাদা আলাদা জেলার বিপর্যয়ের প্রকৃতি অনুসারে কি ধরণের প্রস্তুতি রাখা যেতে পারে , সেই সম্পর্কে একটা রুপরেখা তৈরি করবে | পাশা পাশি বিপর্যয়ের সময় করণীয় কর্তব্য সম্পর্কে মানুষকে ধারাবাহিক ভাবে সচেতন করার কাজও করবে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment