কলকাতার রাস্তায় টহল দেবে মহিলা পুলিশের বাইকবাহিনী !!!


Add caption
Indiapost24 Web Desk : এতদিন নজরে পড়তো পুরুষ পুলিশকর্মীদের মোটরবাইকে টহল | শহরের রাজপথে এবার দাপিয়ে বেড়াবে পুলিশের প্রমিলা মোটরবাইক বাহিনী | লালবাজার ঠিক করেছে ২৫ টি মোটরবাইকে সারা শহরে টহলদারি দেবে মহিলা পুলিশ | মূলত মেয়েদের স্কুল কলেজ চত্বর এবং যেখানে মহিলাদের বিপদে  পড়ার সম্ভবনা থাকে , এমন সব জায়গায় ওই বাহিনী চক্কর কাটবে |

 রাতে শহরে যেখানেই সমস্যা সৃষ্টি হবে , সেখানেই পৌঁছে যাবে বাহিনী | লালবাজার এবং বিভিন্ন থানা থেকে দু তিন টি করে মোটরবাইক নিয়ে দলবেঁধে ওই টহলদারি চলবে | লালবাজার সূত্রের খবর , প্রশিক্ষণ শেষ করে গত বুধবার ৯৬৯ জন কনস্টেবল পাকাপাকিভাবে কলকাতা পুলিশে কাজে যোগ দিয়েছেন | তাঁদের মধ্যে ৯১ জন মহিলা | কাজে যোগ দেওয়া ওই ৯১ জন মহিলার মধ্যে অনেকেই মোটরবাইক চালানোর ব্যাপারে পারদর্শী |

 কনস্টেবলরা এখন অন্যান্য শাখায় কর্মরত রয়েছেন তাঁদের থেকে আরও ১০ জনকে নিয়ে ২৫ জনের একটা বাহিনী শুরুতে গঠন করা হবে | প্রত্যেক মহিলা কন্সটেবলকে মোটরবাইক চালানোর জন্য লাইসেন্সের ব্যাবস্থা করবেন কর্তৃপক্ষ | এরপর রাস্তায় টহলদারিতে  নেমে কি কি বিষয়ে নজর রাখতে হবে সে ব্যাপারে তাঁদের একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে | টহলদারীর  সময় যোগাযোগের জন্য তাঁদের দেওয়া হবে সরঞ্জামও | প্রসঙ্গতঃ ২০১৫ সাল থেকে কলকাতা পুলিশের ৬ টি ভ্যান চালাচ্ছেন মহিলা পুলিশকর্মীরা |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment