পশ্চিমবঙ্গে দেওধরকে আনতে সক্রিয়তা বিজেপির অভ্যন্তরে !!!



স্নেহাশিষ মুখার্জি : 

ত্রিপুরায় গেরুয়া বিজয়ের অন্যতম কারিগর সংঘের একনিষ্ঠ সংগঠক সুনীল দেওধরকে এবার তৃনমূল কংগ্ৰেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে আনার তোড়জোড় শুরু হয়ে গেছে | ত্রিপুরা জয়ের পর পশ্চিমবঙ্গে বিজেপি কর্মি ও সমর্থকদের কাছে দেওধর যেন ঠিক ম্যাজিসিয়ান | যে ত্রিপুরায় বিজেপি পাঁচ বছর আগে অস্তিত্বহীন রাজনৈতিক শক্তি ছিল , যে দলের ভোট ছিল দেড় শতাংশ , পাঁচ বছর পর সেই দলকেই ত্রিপুরায় বসিয়েছেন ক্ষমতার মসনদে | ত্রিপুরা জয়ের কাণ্ডারীকে এখন প্রত্যেক রাজ্যই চাইছে | চাইছে বঙ্গ বিজেপি ও |


 ত্রিপুরা মডেল নিয়ে আসতে চাইছে বাংলায় | পশ্চিমবঙ্গের বিজেপির একাধিক নেতা বলছেন যে , তৃণমূলের স্বৈরাচারী ও দুর্নিতির শাসনে পরিবর্তন চাইলে অবশ্যই সুনীল দেওধরকে চাই | বিজেপি নেতাদের এই আবেদন কানে গেছে সর্বভারতীয় সভাপতি অমিত শাহের | বিজেপি সূত্রের খবর বাংলা দখলের লক্ষ্যে এবার বিশেষ দায়িত্ব দিয়ে আনা হচ্ছে সুনীল দেওধরকে | মূলতঃ সংগঠণের দিকে জোর দেবেন তিঁনি | এখন ত্রিপুরা বিজেপির পর্যবেক্ষক সুনীল দেওধর | দায়িত্ব পাওয়ার পর একাত্ম হয়েছেন ত্রিপুরার সঙ্গে | শিখেছেন বাংলাও | তাই তাঁর হাত ধরে ত্রিপুরা জয় অনেকটাই সহজ হয়েছে | 

সুনীল দেওধর ২০১৫ সালে ত্রিপুরার দায়িত্ব পান | সেখানে বিজেপির সংগঠন বলতে কিছুই ছিল না | মাত্র ৩ বছরে ৪৩ শতাংশ ভোট বাড়িয়েছেন | উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনেও তাঁর কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিলো |সাফল্য এসেছে | লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীর দায়িত্বও তাঁর কাঁধেই উঠেছিল | সাফল্য এনে দিয়েছিল সুনীল | বিজেপির কেন্দ্ৰীয় সম্পাদক রাহুল সিনহা বলেন -' বাংলায় সুনীল দেওধরের  মত একজন তরুণ তুর্কিকে দরকার | ওঁর হাতে ম্যাজিক আছে | ত্রিপুরায় প্রায় একার হাতে সংগঠনকে শক্তিশালী করেছেন | ওঁর মত একজন অভিভাবক দরকার | আমাদের হাতে মাত্র ৩ বছর | 


২০২১ -বিধানসভা নির্বাচন | আগে থেকে বাংলার দায়িত্ব দিয়ে পাঠালে বাংলা - জয় অনেক সুবিধাজনক হবে ' | ত্রিপুরা জয়ের পর গেরুয়া শিবিরে পশ্চিমবঙ্গে তৃনমূলকে গণতান্ত্রিক ভাবে সরিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে | আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম , কংগ্রেস নয় , পশ্চিমবঙ্গে যে বিজেপি তৃনমূলের মূখ্য প্রতিদ্বন্দ্বী হোয়ে উঠে আসবে সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল | ত্রিপুরায় হারার ছায়ায় পঞ্চায়েতে সিপিএম তথা বাম শিবিরের যে ভরাডুবি অনিবার্য সে বিষয়েও  একমত রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment