সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার গত বছর দত্তক নেন নিশা কর ওয়েবারকে।এবার পরিবারে আবারও দুই নতুন সদস্যের আগমনের কথা জানালেন তারা।ইতিমধ্যেইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ফেলেছেন সানি লিওন ।
ক্যাপশনে সানি লিওন লিখেছেন, ‘সৃষ্টিকর্তার পরিকল্পনা! ২০১৭ সালের ২১ জুন ওয়েবার ও আমি জানতে পারি খুব অল্প সময়ের মধ্যে আমরা তিন সন্তানের মা-বাবা হতে যাচ্ছি। আমরা একটি পরিবার গঠনের পরিকল্পনা করেছিলাম এবং অনেক বছর পর অ্যাশার সিং ওয়েবার, নোয়াহ সিং ওয়েবার এবং নিশা কর ওয়েবারকে নিয়ে আমাদের পরিবার পরিপূর্ণ হলো। আমাদের ছেলেরা কয়েক সপ্তাহ আগে জন্ম নিয়েছে কিন্তু আমার হৃদয়ে ও চোখে অনেক বছর আগে থেকেই রয়েছে। সৃষ্টিকর্তা আমাদের জন্য বিশেষ কিছুর পরিকল্পনা করেছিলেন এবং বড় একটি পরিবার দিয়েছেন। আমরা এখন তিন সন্তানের গর্বিত মা-বাবা।’
0 comments:
Post a Comment