রাজ্যসভায় বিদায়ী সাংসদদের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর !!!


NNS  : আজ রাজ্যসভার বিদায়ী সাংসদদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভায় তাদের মোদি বলেছেন যে,' বিশিষ্ট অবদানের জন্য আমরা সবসময় তাদের মনে রাখব। ক্রীড়া ক্ষেত্রে দেশকে গর্বিত করেছেন দিলীপ তীরকে , শচীন টেন্ডুলকারের মতো বিশিষ্টদের রাজ্যসভায় অনুপস্থিতি অনুভব করবো। অধ্যাপক পিজে কুরিয়ন ও তার সদা হাস্য মুখকে মনে রাখবে প্রত্যেকে।' চলতি বছরের এপ্রিলে রাজ্যসভার 49 জন সদস্যের মেয়াদ শেষ হলো।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment