ক্ষুব্ধ অধীর- মান্নানরা !!!


Indiapost24Web Desk :  পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, ও বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ শীর্ষ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক তালমিলের যে  চেষ্টা কংগ্রেস কেন্দ্রীয় নেতারা করছেন, তাতে বেজায় চটেছেন।
অধীর- মানরা ঘনিষ্ঠমহলে বলেছেন যে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস সমঝোতায় গেলে পশ্চিমবঙ্গে দলের অস্তিত্বই বিপন্ন হয়ে উঠবে।। তবে অধীর - মান্নানরা তাদের অনুগামীদের এও বলেছেন যে, জাতীয় রাজনীতির কৌশলও নীতি কংগ্রেসের কেন্দ্রীয় নেতারাই করে থাকেন। এখানে প্রদেশ কংগ্রেসের বক্তব্যের যে,তেমন গুরুত্ব নেই  তাও বলতে ভোলেননি।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment