Indiapost24Web Desk : পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, ও বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ শীর্ষ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক তালমিলের যে চেষ্টা কংগ্রেস কেন্দ্রীয় নেতারা করছেন, তাতে বেজায় চটেছেন।
অধীর- মানরা ঘনিষ্ঠমহলে বলেছেন যে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস সমঝোতায় গেলে পশ্চিমবঙ্গে দলের অস্তিত্বই বিপন্ন হয়ে উঠবে।। তবে অধীর - মান্নানরা তাদের অনুগামীদের এও বলেছেন যে, জাতীয় রাজনীতির কৌশলও নীতি কংগ্রেসের কেন্দ্রীয় নেতারাই করে থাকেন। এখানে প্রদেশ কংগ্রেসের বক্তব্যের যে,তেমন গুরুত্ব নেই তাও বলতে ভোলেননি।
0 comments:
Post a Comment