দুর্গাপুরে জাল ওষুধের কারখানার হদিশ !!!


NNS : পশ্চিম বর্ধমান জেলার শিল্প নগরী দুর্গাপুরে জাল ওষুধ তৈরির কারখানার হদিশ মিলেছে। 15 লক্ষ টাকার নকল ইঞ্জেকশন  ও ইঞ্জেকশন  তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করেছে আসানসোল - দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। জানা গেছে যে, দুর্গাপুরে জাল ওষুধ কারখানা নিয়ে কয়েক মাস ধরে এক বেসরকারি গোয়েন্দা সংস্থা তদন্ত চালাচ্ছিল।
জাল ওষুধ  কারবার নিয়ে নিশ্চিত হওয়ার পর তারা পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ আধিকারিকরা  জাল  ওষুধ কারখানা থেকে প্রচুর জাল ওষুধ ও ওষুধ তৈরি সামগ্রী আটক করেন। এই ঘটনায় দুর্গাপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment