এবার নাক কাটা গেলো নরেন্দ্র মোদির!!!



NNS New Delhi : উত্তরপ্রদেশে এখন ক্ষমতায় যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি সরকার। সেই উত্তরপ্রদেশেও  লেলিন মূর্তি ভাঙার হাওয়া এসে ধাক্কা দিল। উত্তরপ্রদেশে  কৌশাম্বীতে একটি হিন্দু মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি রয়েছে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা পূজা দিতে গিয়ে দেখতে পান নরেন্দ্র মোদির মূর্তির নাক ভাঙ্গা। ঘটনার জেরে তীব্র উত্তেজনা তৈরি হয়। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment