মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিচ্ছেন না? হতে পারে জরিমানা !!!


Indiapost24 Web Desk : মশা দমনে কোন পদক্ষেপ না নিলে, দিতে হবে  জরিমানা। এই মর্মে বিধানসভায় পাস হলো দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন  বিল, 2018। এছাড়া,  হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বিল, 2018 এবং ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন বিল, 2018-ও একই দিনে বিধানসভায় পাস হয়।
বিলগুলি নিয়ে আলোচনার সময় পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, এই আইনের উদ্দেশ্য মানুষের থেকে জরিমানা আদায় নয়। এই পদক্ষেপের ফলে মশা দমনে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

আইনে বলা হয়েছে, যদি কোন বাড়ির মালিক নিজে মশা দমনে কোন ব্যবস্থা না নেয়, পুরো কমিশনার নিজে বা তার নিয়োগ করা কোন পুরো আধিকারিক ওই স্থানে মশা দমনের জন্য যথাযথ ব্যবস্থা নেবেন। পাশাপাশি ওই জমির মালিককে জরিমানা দিতে হবে। এই জরিমানার অংক 1000 টাকা থেকে 1 লক্ষ টাকার মধ্যে হবে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment