ছয় বছরে বাংলার কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে : কৃষি মন্ত্রী !!!


Indiapost24 Web Desk   : গত 5 মার্চ রাজ্যের কৃষিমন্ত্রী বিধানসভায় 2018- 19 সালের কৃষি বাজেট পেশ করতে গিয়ে বলেন, কৃষকদের বার্ষিক আয় 2010-11 সালে ছিল 91 হাজার 11 টাকা যা  2016- 17 সালে হয়েছে দু'লক্ষ 39 হাজার টাকা। 262.74 শতাংশ বেড়েছে এই ছয় বছরে।
মন্ত্রী বলেন, চালের উৎপাদন বাড়াতে সিস্টেম অফ রাইস ইন্টেনসিফিকেশন  পদ্ধতি গ্রহণ করা হয়েছে। রাজ্যে সুগন্ধি চাল যেমন গোবিন্দভোগ ও তুলাইপঞ্জির উৎপাদন বেড়েছে। যেহেতু ডালের উৎপাদন এরাজ্যে চাহিদা অনুপাতে কম, সরকার ডালের উৎপাদনেও জোর দিয়েছে। 
2017-18 সালে খাদ্যশস্য এবং চালের আনুমানিক উৎপাদন হবে যথাক্রমে 184.23 ও 161. 84 লক্ষ মেট্রিক টন। 2017- 18 সালে আনুমানিক ফসল উৎপাদন হবে 4.63 লক্ষ মেট্রিক টন। রাজ্য সরকার আগামী বছরের জন্য এই লক্ষ্যমাত্রা 4.75 লক্ষ মেট্রিক টন ধার্য করেছে। উল্লেখ্য, বীজ উৎপাদনে স্বনির্ভর হতে কৃষি দপ্তর একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment