NNS : কর্ণাটকে কংগ্রেস সরকার লিঙ্গায়েতদের পৃথক ধর্মের স্বীকৃতি ও সংখ্যালঘু তকমা দেওয়ার পর মহারাষ্ট্র কর্ণাটক সীমান্তে থাকা লিঙ্গায়েতরা এবার মহারাষ্ট্রে পৃথক ধৰ্মীয় স্বীকৃতী দাবী জানাতে সক্রিয় হচ্ছে | পাশাপাশি জাতীয় স্তরে লিঙ্গায়েতদের সংখ্যালঘু তকমার ছাড়পত্র দেওয়ার দাবী তোলা হয়েছে |
লিঙ্গায়েত কো অর্ডিনেশন কমিটির আহ্বায়ক অবিনাশ ভষিকা দাবী তুলেছেন যে , লিঙ্গায়েতদের পৃথক ধর্মের স্বীকৃতী দিয়ে কেন্দ্রের কাছে মহারাষ্ট্রের সরকারকে সুপারিশ করতেই হবে |
0 comments:
Post a Comment