ইউপিএ জোটে যাবেন না মমতা !!!


Indiapost24 Web Desk : তৃনমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দূতেদের মাধ্যমে কংগ্ৰেসের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন যে , তাঁর দল তৃনমূল কংগ্রেস বিজেপি বিরোধিতার জন্য কংগ্ৰেসের নেতৃত্বে কোন জোটে সামিল হবে না |
কংগ্রেস যখন নতুন করে ইউপিএ জোট তৈরির চেষ্টা চালাচ্ছে সে সময় প্ৰাক্তন কংগ্রেসই ও বর্তমান তৃনমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক বার্তা যঠেষ্ট তাৎপর্যপূর্ন বলেও মনে করা হচ্ছে | 

প্রসঙ্গত , উল্লেখযোগ্য যে , অবিজেপি অকংগ্রেসি  বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশজুড়ে ফেডারেল ফ্রণ্টের তৎপরতা চালিয়ে যাচ্ছেন | তবে কংগ্রেস নেতৃত্ব আশাবাদী যে , কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন | তারপর কংগ্রেস সম্পর্কে নরম হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই আসা কংগ্রেসের শীর্ষ নেতাদের |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment