NNS New Delhi : কর্নাটকের আসন্ন বিধানসভা নির্বাচনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির প্রার্থী তালিকার প্রথম পর্বে চমক দেওয়া হলো। অরবিন্দ কেজরিওয়াল একেবারে রিক্সা চালকের মত আম আদমি থেকে প্রাক্তন আই এ এস এর মত খাস আদমি সবারই নাম রাখা হয়েছে। প্রথম দফায় 18 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল।
কর্নাটকে প্রার্থী তালিকায় চমক আম আদমি পার্টির !!!
NNS New Delhi : কর্নাটকের আসন্ন বিধানসভা নির্বাচনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির প্রার্থী তালিকার প্রথম পর্বে চমক দেওয়া হলো। অরবিন্দ কেজরিওয়াল একেবারে রিক্সা চালকের মত আম আদমি থেকে প্রাক্তন আই এ এস এর মত খাস আদমি সবারই নাম রাখা হয়েছে। প্রথম দফায় 18 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল।
0 comments:
Post a Comment