স্নেহাশিষ মুখার্জি :
কলকাতা পুলিশ আবার মধ্য কলকাতায় জাল পাসপোর্ট চক্রের হদিশ পেয়েছে | এই জাল পাসপোর্ট চক্রে জরিত সন্দেহে কলকাতা ও বর্ধমান থেকে ২ জন বাংলাদেশী সমেত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে | জানা গেছে যে কলকাতার এস এন ব্যানার্জী রোডে কার্তিক নস্কর নামে এক ব্যাক্তি পাসপোর্ট ও ভিসার অফিস খোলে | সম্প্রতি কলকাতা পুলিশের গোয়েন্দারা জানতে পারেন যে বাংলাদেশ থেকে কলকাতায় আসা বহু যুবক যাচ্ছে বিদেশে | তাদের সাহায্য করছে কার্তিক নস্করের সংস্থা |
এরপর শুরু হয়ে যায় নজরদারি | জানা গেছে যে বহু বাংলাদেশী যুবক পর্যটন ভিসা নিয়ে কলকাতায় এসে কার্তিক নস্করের মাধ্যমে ইউরোপে পাড়ি দেয় | গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশ অভিযান চালায় কলকাতা ও বর্ধমানের কেতুগ্রামে | জাল পাসপোর্ট চক্রের পাণ্ডা শেখ জাহাঙ্গীর সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয় |
এরপর কলকাতার রিপন স্ট্রিট থেকে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয় | এছারাও ২ জন বাংলাদেশী যুবককে পুলিশ আটক করেছে | কার্তিক নস্করের অফিসে হানা দিয়ে উদ্ধার করা হয়েছে প্রচুর জাল নথি ও বাংলাদেশী টাকা | জাল নথি দিয়ে ইউরোপের জঙ্গীদের পাচার করা হচ্ছিল কিনা তা নিয়ে কলকাতা পুলিশ জাল পাসপোর্ট চক্রে আটক ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে সূত্রের খবর |
0 comments:
Post a Comment