মুখ্যমন্ত্রীর নির্দেশে নবরুপে সাজছে তারাপীঠ !!!


Indiapost24 Web Desk :
 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রায় আট কোটি টাকা খরচে নতুন করে সাজছে তারাপীঠ মন্দির | তারাপীঠ রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষ মায়ের মূল মন্দির অক্ষত রেখে এই কাজ শুরু করেছে | কর্তৃপক্ষের দাবি , আগামী এক বছরের মাথায় নবরূপ পাবে বামাখ্যাপার সাধন ক্ষেত্র তারাপীঠ মন্দির |
টি আর ডি এর সূত্রে জানা গিয়েছে ৩২৬০ স্কোয়ার ফুট জায়গা নিয়ে তারাপীঠ মন্দির চত্ত্বর | যার মধ্যে ৩৫০ স্কোয়ার ফুট জায়গার মধ্যে মায়ের গর্ভ গৃহ | সেই গর্ভ গৃহের চারপাশে দোকান গজিয়ে ওঠায় বাইরে থেকে গর্ভ গৃহ দেখা যেত না | নতুন পরিকল্পনায় সেই দোকানগুলি ছোট করে তৈরি করার কাজ চলছে | দোকানগুলির ছাদটিকে গর্ভগৃহের চাতাল হিসাবে ব্যাবহার করা হবে | ঘিরে দেওয়া হবে রেলিং দিয়ে | খোলামেলা পরিবেশে এই চাতালে বসে ভক্তরা প্রার্থনা করতে পারবেন | 

এরই একপাশে থাকবে দ্বিতল অফিস ঘড় | পশ্চিমদিকে মাটির নিচে ইতিমধ্যে ৭০ ফুট বাই ২৫ ফুটের ভোগ ঘড় নির্মাণের কাজ শেষের দিকে | ভোগ ঘরের পাশেই গড়ে উঠেছে ডাইনিং রুম | যেখানে প্রায় এক হাজার ভক্ত একসঙ্গে বসে ভোগ খেতে পারবেন | ডাইনিং রুমের গা ঘেঁষে ৩০ জন ব্যাবসায়ীকে পুনর্বাসন দেবার জন্য দোকান ঘর  নির্মাণের কাজ চলছে | গর্ভগৃহের সামনে মায়ের নাট মন্দির , বিশ্রামাগার , শিব মন্দির বাদে সব বিল্ডিং ভেঙে একইভাবে খোলামেলা করা হবে | 

এতদিন ভক্তরা জীবিতকুন্ডর পাশ দিয়ে এসে ফুট ও ওপর ব্রীজ হয়ে ভক্তরা মাটির তলা দিয়ে সারিবদ্ধভাবে এসে গর্ভগৃহের সামনে চাতালে উঠবেন | চাতালে ওঠার দুটি অভিমুখ করা হবে | এজন্য মাটির নিচে বাতানুকুল ব্যাবস্থা থাকবে | এখন মন্দিরে ঢোকার পূর্ব ও উত্তর দিকে দুটি গেট রয়েছে | নতুন করে পশ্চিম ও দক্ষিণ দিকে আরও দুটি গেট করা হবে | সবকটি গেটেই নকশার কাজ করে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হবে | ভক্তরা যেকোন গেট দিয়ে বাইরে বেরিয়ে  আসতে পারবেন |

 এতদিন কাঠের জ্বালানি দিয়ে ভোগ রান্না হত | এবার থেকে সোলার পদ্ধতিতে হবে | রান্নার কাজে ব্যবহৃত জল পাইপ লাইনের মাধ্যমে মাটির নিচ দিয়ে নিয়ে এসে ট্রিটমেন্ট করে দ্বারকা 
নদে ফেলা হবে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment