জঙ্গলে বাঘের খোঁজে ড্রোন ব্যবহারের পরামর্শ মুখ্যমন্ত্রীর !!!


Indiapost24 Web Desk : গাছে  লাগানো ক্যামেরা  তো থাকছেই, রয়্যাল  বেঙ্গল টাইগারের সন্ধানে ড্রোন ওড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া জেলার প্রশাসনিক বৈঠকে পশ্চিম মেদিনীপুর সীমানা বরাবর এলাকার ভিডিও এবং বন আধিকারিকদের নির্দেশ দেন, প্রয়োজনে জঙ্গল জুড়ে যেন ড্রোনের  নজরদারি চালানো হয়।
প্রসঙ্গত, গত 2 রা  মার্চ দক্ষিণবঙ্গের লালগড় জঙ্গল এ প্রথম বাঘ থাকার প্রমাণ মেলে। এরপর তাকে  লক্ষ্য করা গিয়েছিল ধেরুয়ার  সিআরবনিতে। কিন্তু, প্রায় সাতদিন নজরদারি করেও মেলেনি সেই বাঘের দেখা। 

অথচ, মিলেছে বাঘের অস্তিত্বের বহু প্রমাণ । এবার এই আতঙ্ক থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর আগেও বিভিন্ন সময়ে দুষ্কৃতীদের সন্ধানে, চোরাচালান আটকাতে ড্রোনের  নজরদারিতে এসেছে সাফল্য।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment