NNS : উত্তর বাংলাদেশের বৃহত্তর পাবনার সিরাজগঞ্জের উল্লাপাড়ার অলিপুর গ্রামে দুধ দিচ্ছে একুশ দিন বয়সী একটি বাছুর | অবিশ্বাস্য হলেও ঘটণাটি ঘটেছে | জানা যায় ঐ গ্রামের কারিমুল্লার একটি গাভীর বাচ্চা নিয়মিত এ দুধ দিচ্ছে | এই ঘটনা নিয়ে সিরাজগঞ্জ জুড়ে নানা জল্পনা তৈরি হয়েছে | বাংলাদেশের রাজধানী ঢাকাতেও এই বিচিত্র খবর নিয়ে মানুষজনের ভিতরে আলোচনা চলছে |
বাচ্চাটির মালিক কারিমুল্লা জানান , ২১ দিন আগে বাচ্চাটি জন্ম নেয় | জন্মের পর থেকেই দুধ দিচ্ছে বাছুরটি | প্রতিদিন সকাল বিকেল আধা লিটার করে তিনি দুধ দুইছেন | আবার বাচ্চাটি শুয়ে থাকলেও চাপ লেগে দুধ বের হচ্ছে | চিকিৎসকের পরামর্শের কারণে বাছুরটির থেকে বেশি দুধ দোয়া হচ্ছে না | বাছুরটিকে দেখতে প্রচুর মানুষ সিরাজগঞ্জের গ্ৰামে আসছেন |
উল্লাপাড়া প্রাণিসম্পদ বিভাগের ভেটার্নিটি সার্জন শেখ আব্দুল মতিন জানান , এটা স্বাভাবিক ঘটনা নয় | হরমোনজনিত কারণে এ ঘটনা ঘটেছে |
0 comments:
Post a Comment