Indiapost24 Web Desk : দলিতদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে তাদের আন্দোলনকে সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি টুইট করেন দলিত ভাই-বোনদের মৃত্যুতে শোকার্ত এবং স্তম্ভিত| তাদের আন্দোলনের পাশে আছি| শান্তি রক্ষার আবেদন জানাচ্ছি| আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতীও| বামপন্থীরাও দলিতদের আন্দোলনকে সমর্থন করেছেন|
দলিতদের আন্দোলনের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়!!!
Indiapost24 Web Desk : দলিতদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে তাদের আন্দোলনকে সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি টুইট করেন দলিত ভাই-বোনদের মৃত্যুতে শোকার্ত এবং স্তম্ভিত| তাদের আন্দোলনের পাশে আছি| শান্তি রক্ষার আবেদন জানাচ্ছি| আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতীও| বামপন্থীরাও দলিতদের আন্দোলনকে সমর্থন করেছেন|
0 comments:
Post a Comment