বিনামুল্যে গ্যাস দেবে বিজেপি সরকার !!!


স্নেহাশিষ মুখার্জি :
সিপিএমকে হটিয়ে ত্রিপুরায় ক্ষমতা লাভের পর এবার বিজেপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখার পথ গ্রহণ করেছে | ত্রিপুরাবাসীর জন্য বড় ঘোষণা বিজেপি সরকারের | প্রধাণমন্ত্রী উজ্জলা যোজনার অধীনে ত্রিপুরায় প্রায় ৪ লক্ষের ওপর গরীব পরিবারকে বিনামুল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে |

 গ্রামের মহিলাদের কাছে পরিচ্ছন জ্বালানি পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানান হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে | রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চিফ জেনারেল ম্যানেজার উত্তীয় ভট্টাচার্য জানিয়েছেন , ত্রিপুরার চার লক্ষের ওপর পরিবারকে প্রধাণমন্ত্রী উজ্জলা যোজনার অধীনে বিনামুল্যে এলপিজি কানেক্শন দেওয়া হবে | ত্রিপুরার মানুষের কাছে প্রধাণমন্ত্রী উজ্জলা যোজনার খবর পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৫০ টি মোবাইল পাবলিসিটি ভ্যানের উদ্বোধন করেছেন | 

কিছুদিন আগেই ত্রিপুরাবাসীর জন্য প্রচুর কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব | ক্ষমতায় আসার পর প্রথমদিন থেকেই তাঁর মুখে কর্মসংস্থান , বেতনবৃদ্ধির মত উদ্যোগের কথা শোনা গিয়েছে | সম্প্রতি কেন্দ্ৰীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করতে দিল্লি যান নয়া এই মুখ্যমন্ত্রী | এরপরই এক সাক্ষাৎকারে বিপ্লব দেব বলেন - ৩০ মাসে সাত লক্ষ চাকরি হবে ত্রিপুরায় |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment