পঞ্চায়েত নির্বাচনে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট !!!


স্নেহাশিষ মুখার্জি :
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আইনগত জটিলতা আজ তীব্র হয়ে উঠেছে | পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধিদের আরজি শুনে ১৬ ঐ এপ্রিল পর্যন্ত্য পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাই কোর্ট | এদিন নতুন করে পিটিশন দাখিল করেছে বিজেপি | আদালতের নির্দেশের পর কী কী ব্যাবস্থা রাজ্য নির্বাচন কমিশন নিয়েছেন তা জানতে চেয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার |

 এদিকে তথ্য গোপনের অভিযোগে বিজেপিকে পাঁচ লক্ষ্য টাকা জরিমানা করেছে কলকাতা হাই কোর্ট | পঞ্চায়েত ইস্যুতে বিজেপি একইসঙ্গে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে তাঁদের আবেদন দাখিল করেছিল | কলকাতা হাই কোর্টকে অন্ধকারে রেখেই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল বলে অভিযোগ জানিয়েছিলেন তৃনমূল সাংসদ তথা আইনজিবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় | বিষয়টি নিয়ে বুধবার বিষ্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি সুব্রত তালুকদার | তথ্য গোপন হলে আইন মোতাবেক ব্যাবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিঁনি | আজ সেই সংক্রান্ত বিষয়টি উঠলেই আদালতের তরফ থেকে বিজেপিকে জরিমানা করার কথা জানিয়ে দেওয়া হয় |

 এদিকে আজ বিচারপতি সুব্রত তালুকদারের নানা প্রশ্নের সম্মুখীন হন রাজ্য নির্বাচন কমিশনের আইনজিবী | আদালতের নির্দেশের পর কী কী ব্যাবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান বিচারপতি সুব্রত তালুকদার | ৯ ঐ এপ্রিল বিকেল ৩টের পর ১০ ঐ এপ্রিল বিকেল ৩টে পর্যন্ত্য কতজন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তার তথ্য চান বিচারপতি | কিন্তু সেই সংক্রান্ত তথ্য রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবির কাছে ছিল না | একইসঙ্গে এই সময়ে কমিশনের কাছে কতগুলি অভিযোগ জমা পড়েছে  তাও জানতে চান বিচারপতি সুব্রত তালুকদার | এই সংক্রান্ত কোন তথ্য দিতে পারেননি কমিশনের আইনজিবী | 

এরপরেই ১৬ ওই এপ্রিল পর্যন্ত্য পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাই কোর্ট | এই সংক্রান্ত তথ্য বিষদে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে | কমিশনের রিপোর্ট জমার পরেই পরবর্তী পর্যায়ের শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট | এদিকে ১০ ঐ এপ্রিল কলকাতা হাই কোর্ট পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে স্থগিতাদেশ জারি করেছিল তা প্রত্যাহারের আবেদন করেছিলেন তৃনমূল কংগ্রস সাংসদ তথা আইনজিবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় | সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট | এই মামলায় যুক্ত হবার জন্য এদিন আবেদন জানান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি | 

এদিন শুনানির শুরুর দিকে কলকাতা হাই কোর্ট আইনজীবিদের মধ্যে খানিক্ষণের হাতাহাতি হয় | বিচারপতি নিয়োগের দাবীতে চলা কর্মবিরতির মধ্যে কেন শুনানি তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবিদের একাংশ | তবে তাকে উপেক্ষা করেই বিচারপতি সুব্রত তালুকদারের ঘরে এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে এই গুরুত্বপুর্ণ মামলার শুনানি ও রায়দান দেখতে কলকাতা হাই কোর্ট চত্ত্বরে বহু মানুষের সমাগম হয়েছিল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment