কলকাতা হাই কোর্টের রায়ে খুশি অধির চৌধুরি !!!


Indiapost24 Web Desk :  "কলকাতা হাই কোর্টের  রায়ে কিছুটা হলেও প্রলেপ পড়ল আমাদের ক্ষতর  ওপর " পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাই কোর্টের রায় প্রসঙ্গে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী | আজ পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট | তার ওপর প্রতিক্রিয়া দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী | 

১৬ ঐ এপ্রিল পর্যন্ত্য স্থগিত থাকবে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সব প্রক্রিয়া | ১৬ ঐ এপ্রিল রাজ্য নির্বাচন কমিশনকে নির্বাচন সংক্রান্ত সব তথ্য দাখিল করতে বলা হয়েছে  এবং ৯ ঐ এপ্রিল মনোনয়ন সময়সীমা বাড়ানোর যে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন জারি করেছিল তা কেন প্রত্যাহার করা হল তাও জানতে বলা হয়েছে | আজ কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের এই রায়ে কিছুটা স্বস্তি প্রকাশ করলেন অধীর চৌধুরী | 

এদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাই কোর্টের এই রায় মানুষের জয় হয়েছে বলেন বিজেপি নেতা মুকুল রায় | আজই পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট | তার প্রেক্ষিতেই এই মন্তব্য মুকুলের | এপ্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় বলেন " হাই কোর্টের এই রায় মানুষের জয় | প্রতিনিয়ত পশ্চিমবঙ্গে গণতন্ত্রের যে বলাৎকার করা হচ্ছে , তাঁর থেকে সাংবাদিকরাও বাদ যাচ্ছেন না | তাদেরও শিকার হতে হচ্ছে |" 

এদিকে হিংসা সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ , রাহুল সিনহা , কৈলাস বিজয়বর্গী সহ দলীয় নেতারা আজ কলকাতার গাঁধী মূর্তির পাদদেশে অনশন আন্দোলনে সামিল হয়েছিলেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment