মুক্তি পেতে পারেন ছত্রধর মাহাতো !!!


স্নেহাশিষ মুখার্জি :
পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে বাম আমলে লালগড় পুলিশ সন্ত্রাস বিরোধী আন্দোলনের নেতা ছত্রধর মাহাতোকে বর্তমান তৃনমূল রাজ্য সরকার মুক্তি দিচ্ছে বলে সূত্রের খবর | তবে কবে তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে তা নিয়ে কিছু জানা যায়নি | জানা গেছে যে , বামফ্রণ্ট আমলে লালগড় আন্দোলনের মুখ ছিলেন ছত্রধর মাহাতো | তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধরের সঙ্গে সেই আন্দোলনে সামিলও হয়েছিলেন | 

তবে ঝাড়গ্রাম আদালতের যাবজ্জীবন কারাদণ্ডের রায়প্রাপ্ত ২০০৯ সাল থেকে জেলবন্দী ছত্রধর মাহাতো | 2011 সালে বামফ্রণ্ট সরকারের পতন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে পালাবদল হয়েছে | তারপর তৃনমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় | তারপর আট বছর কেটে গেছে | বিভিন্ন মহল থেকে বিশেষ করে বাম ও অতি বাম শিবিরে একাধিকবার দাবী উঠেছে ছত্রধর মাহাতোর মুক্তির | তবুও আজও মুক্তি পাননি ছত্রধর মাহাতো | ইউপিএ মামলায় ছত্রধর মাহাতো এখন কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগারে ভিভিআইপি বন্দী | 

সূত্রের খবর ছত্রধরকে মুক্তি দেবার বিষয়ে একাধিক মহল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন আসছিল | সম্প্রতি ছত্রধরের স্ত্রী ও ছেলের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের এনিয়ে বৈঠকও হয় | তারপরই ছত্রধরকে মুক্তি দেবার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে | 

সম্প্রতি লালগড়ে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায় | লালগড় আন্দোলনের সময় তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন | তিনি বলেন ' - ছত্রধর মাহাতোকে সামনে রেখে জঙ্গলমহলে পা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | আন্দোলন করেছিলেন | আজ মমতা ক্ষমতায় | আর ৮ বছর ধরে জেলে রয়েছে ছত্রধর | তাঁকে মুক্তি দেবার বিষয়ে রাজ্য সরকার পদক্ষেপ নিলে কেন্দ্রীয় সরকার পাশে থাকবে ' |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment