Indiapost24 Web Desk : কলকাতায় তথা পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কিডনি পাচারচক্র অনেকদিন ধরেই সক্রিয় | এবার কিডনি পাচারচক্রে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল পূর্ব যাদবপুর থানার পুলিশ | গতরাতে তাকে একটি বেসরকারি হাসপাতালের সামনে ঘোরাফেরা করতে দেখে প্ৰথমে আটক করা হয় | পরে গ্রেপ্তার করা হয় |
জানা গেছে যে , সুমন সিনহা ওরফে সমীর নামে ওই যুবকের বাড়ী উত্তর চব্বিশ পরগণার খড়দায় | গতরাতে মুকুন্দপুরে পেট্রোলিংয়ের সময় একটি বেসরকরি হাসপাতালের সামনে তাকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ | তখন সুমনকে আটক করে জিজ্ঞাসা শুরু করে তাঁরা | জিজ্ঞাসাবাদ করে কৌস্তভ দাশগুপ্ত নামে আরও এক যুবকের নাম পাওয়া যায় | জানা গেছে সুমন বেশ কয়েকজনের কাছে কিডনি জোগাড় করে দেবে বলে টাকা নিয়েছে |
মহম্মদ ইসমাইল , সঞ্জিত রায় , ও শর্মিষ্ঠা ঘোষ এঁদের প্রত্যেকেরই কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন | ১৩০০ টাকার বিনিময়ে কিডনি জোগাড় করে দেবে বলে এঁদের প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছিল সুমন | পুলিশ এখন ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে কিডনি চক্রের জাল কোথায় অবধি পর্যন্ত্য ছড়িয়েছে তা জানার চেষ্টা করছে |
0 comments:
Post a Comment