Indiapost24 Web Desk : কলকাতায় ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবায় এবার শহরে আসছে প্রথম চালকহীন মেট্রো | সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত্য চলবে এটি , আপাতত ট্রায়াল রান চলবে |
নতুন এই মেট্রোয় থাকছে ৬ টি কামরা | প্রত্যেক কামরায় থাকছে সিসিটিভি | যাত্রীদের ভয় কাটাতে এই রেকে শুরুর দিকে চালক রাখা হবে বলে জানা গেছে | দোসরা অক্টোবর আনুষ্ঠানিক ভাবে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম অবধি এই মেট্রো পরিষেবার উদ্বোধন হবে |
নতুন এই মেট্রোয় থাকছে ৬ টি কামরা | প্রত্যেক কামরায় থাকছে সিসিটিভি | যাত্রীদের ভয় কাটাতে এই রেকে শুরুর দিকে চালক রাখা হবে বলে জানা গেছে | দোসরা অক্টোবর আনুষ্ঠানিক ভাবে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম অবধি এই মেট্রো পরিষেবার উদ্বোধন হবে |
0 comments:
Post a Comment