Indiapost24 Web Desk : সারা দেশে কাল ২৮ শে এপ্রিল থেকে ১ লা মে পর্যন্ত্য বন্ধ থাকবে ব্যাঙ্ক | ২৮ তারিখ চতুর্থ শনিবার | নিয়ম অনুযায়ী দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে | ২৯ তারিখ রবিবার | সোমবার ৩০ শে এপ্রিল | বুদ্ধপূর্ণিমার জন্য ব্যাঙ্ক ছুটি | এবং ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস |
0 comments:
Post a Comment