NNS : মোদী সরকার মানছেন যে, গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান তৈরিতে ভারতের সেরা রাজ্য হয়েছে মমতার পশ্চিমবঙ্গ| এরাজ্যের মতো অন্য কোন রাজ্য শ্রমদিবস তৈরি থেকে শুরু করে 100 দিনের কাজ ও উন্নয়নের টাকা খরচে অগ্রণী হতে পারেনি|
কেন্দ্রের রিপোর্টের ভিত্তিতে মমতা বলেছেন, ফের একবার প্রমানিত গ্রামীণ কর্মসংস্থান তৈরিতে সারাদেশের মধ্যে বাংলা এক নম্বরে রয়েছে|
0 comments:
Post a Comment