পিছিয়ে গেল পশ্চিমবঙ্গে পঞ্চায়েত মামলার শুনানি হাইকোর্টে !!!


 Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সিপিএম , কংগ্রেস , ও পিডিএসের করা মামলার শুনানি আজ সোমবার পিছিয়ে দেওয়া হল | আজই অসুস্থ হয়ে পড়েন হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার | তাঁর জ্বর হওয়ায় আজ মামলার শুনানি হল না | ফলে সিপিএম , পিডিএসের জোড়া মামলার শুনানি পিছিয়ে যায় | 

এছাড়া কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও দুটি মামলার শুনানি ছিল | বিচারপতি অসুস্থ হয়ে পড়ায় পিছিয়ে গেল পঞ্চায়েত মামলার শুনানি | আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে পঞ্চায়েত মামলার শুনানি হবে বলে জানা গেছে | আজ মামলার শুনানি না হওয়ায় যঠেষ্ট হতাশ হয়ে পড়েন বিভিন্ন বিরোধী দলের নেতারা | 


আগে তিন দফায় ভোট ঘোষণা করেও পরে তা এক দফায় করা হল কেন ? এক দফায় ভোট হলে ভোটের দিন পৰ্যাপ্ত নিরাপত্তা দেওয়া কিভাবে সম্ভব ? এনিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা করে সিপিএম এবং পিডিএস |মামলায় যুক্ত হয় বিজেপি ও | আজ বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে শুনানির দিন ঠিক ছিল | কিন্তু তিঁনি জ্বরে আক্ৰান্ত হয়ে আজ হাই কোর্টে না আসায় পঞ্চায়েত মামলা জোর ধাক্কা খেল বলেই মনে করছেন আইনজীবিদের একাংশ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment