NNS : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট , আগামী লোকসভা ভোটকে কেন্দ্র করে চীন থেকে মায়ানমার , বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছে দেদার চাইনিজ নাইন এম এম পিস্তল | ট্রিপারের হাত ধরে সবজির গাড়ীতে করে বাংলাদেশ সীমান্ত থেকে এ রাজ্যের কলকাতা হয়ে তা পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন ঠিকানায় |
সম্প্রতি গোয়েন্দাদের হাতে এমনই চাঞ্চল্যকর নতুন তথ্য এসছে | দালাল দের মাধ্যমে খবর পেয়ে দুষ্কৃতীরাও সহজেই কিনতে পারছে | পঞ্চায়েত ভোটে শুধু সীমান্ত জেলাগুলিতে নয় বীরভূম , বর্ধমান , মেদনীপুর , মুর্শিদাবাদের মত জেলাগুলোতেও দেদার ঢুকছে বাংলাদেশ হয়ে আসা বেআইনী অস্ত্র |
0 comments:
Post a Comment