Indiapost24Web Desk : ভারতীয় টেস্ট ক্রিকেটার ও মিডিয়াম পেসার বোলার মহম্মদ সামিকে আগেই নোটিশ দিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা লালবাজারে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে বলেছিলেন|
মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান মহম্মদ সামির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ লিখিত আকারে কলকাতা পুলিশের আধিকারিকদের কাছে সরকারিভাবে লিপিবদ্ধ করেছিলেন| এর আগে হাসিন জাহান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার বহু অভিযোগ তুলে ধরে ছিলেন|
মমতা বন্দ্যোপাধ্যায় হাসিন জাহানকে সুবিচার পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন| আজ লালবাজার কলকাতা পুলিশের আধিকারিকদের সামনে ঠিক দুপুর দুটোয় সামি হাজির হয়ে তাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন ও অনেক সময় ধরে পুলিশ আধিকারিকদের জেরার জবাব দেন|
0 comments:
Post a Comment