বিষ্ফোরক অভিযোগ এবার অনিল বসুর !!!


NNS : পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগের প্রাক্তণ সিপিএম সাংসদ অনিল বসুর বিষ্ফোরক অভিযোগে তোলপাড় বঙ্গের রাজনৈতিক মহল | 2011 সালে পশ্চিমবঙ্গে সিপিএমএর নেতৃত্বাধীন বামজোটকে হটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পর হুগলী জেলার একদা সিপিএমের বেতাজ বাদশা অনিল বসুর কপাল পোড়ে  , এরপর দল থেকে অনিল বসুকে বহিঃস্কার করা হয় | 

সিপিএম থেকে তাঁকে বহিঃস্কার করার পরও তিঁনি ভিন্ন কোন দলে যোগ দেননি | সিপিএমএর বহু প্রথম সারির কমরেড দলের রাজনৈতিক পরাজয়ের পর কেউ তৃনমূল কংগ্রেসে , কেউ বিজেপিতে  যোগদান করে নেতা মন্ত্রী বনে গেলেও অনিল বসু সে পথে পা দেন নি | হুগলি জেলার প্ৰাক্তন এই সিপিএম নেতা এখন নিজের দলের ক্যাডার হিসাবেই নিজেকে মনে করেন | একইসঙ্গে তিঁনি চান যে , বিজেপির হিন্দুত্বের চরমপন্থী রাজনীতি ও তৃণমূল কংগ্রেসে হিংসা - সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে আজ জাতীয় স্তরে সমস্ত সেকুলার ও গণতান্ত্রিক দলের রাজনৈতিক জোট জরুরি |

 সিপিএম বাইরে থাকলেও অনিল বসু এখন মনে করেন যে , সিপিএমএর বেঙ্গল লাইন পন্থীদের রাজনৈতিক লাইন ও সীতারাম ইয়েচুরির লাইন সঠিক | প্রকাশ কারাত সিপিএম তথা বাম আন্দোলণকে নাশকতা করে ধ্বংস করতে চাইছেন | অনিল বসুর অভিযোগ যে , প্রকাশ কারাত শিবির বাম আন্দোলনে নাশকতা করতে একদিকে বিজেপি , অপরদিকে সিপিআইয়ের হাতে তামাক সেবন করছেন | সিপিএমএর ২২ তম দলীয় কংগ্রেসের ঠিক আগে দলের বহিঃস্কৃত প্রাক্তণ সংসদের  রাজনৈতিক বোমায় এখন বঙ্গের রাজনৈতিক মহলে গুঞ্জণ ছড়িয়ে পরেছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment