এইচ আই ভি নির্মূলে সৰ্বোচ্চ স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ !!!


Indiapost24 Web Desk : বাবা মায়ের থেকে সন্তানদের শরীরে এইচ আইভি ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে ভালো  কাজ করেছে | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেস বুক পোষ্টে একথা ঘোষণা করেছেন | ' প্রিভিশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন অফ এইচ আই ভি প্রকল্পের ২০১৭ -১৮ র কাজে বাংলা এক নম্বর স্থান অধিকার করেছে | 

কেন্দ্ৰীয় ন্যাশনাল এইডস অর্গানাইজেশন এই স্বীকৃতী দিয়েছে | ফেস বুক পোষ্টে জানান হয়েছে , এই প্রকল্পের অধীনে এ রাজ্যের ১৬ লক্ষ ৫০ হাজার গর্ভবতী মহিলা সুফল পেয়েছেন | এছাড়াও  যারা এইচ আই ভি পজিটিভ পাওয়া যায় তাদের সম্পুর্ণ বিনামুল্যে চিকিৎসা পরিষেবা দেয় রাজ্য সরকার |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment