NNS : বিজেপি সভাপতি অমিত শাহের বঙ্গ সফর আপাতত বাতিল হল| পঞ্চায়েত ভোটের আগেই বঙ্গ সফরে আসছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় |
2 এপ্রিল পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন|9 এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা| মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 16 এপ্রিল|
অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল 8 এপ্রিল| দুদিন ধরে এখানে তার একাধিক কর্মসূচি ছিল| কিন্তু পঞ্চায়েত ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়বেন কর্মীরা| সেই কারণে আর আসছেন না সভাপতি| পঞ্চায়েত ভোটের আগে বাংলায় এসে দলীয় কর্মীদের মনোবল বাড়াতেন অমিত শাহ | সাংগঠনিক বৈঠক করতেন তবে এ যাত্রায় আর তা হলো না |
0 comments:
Post a Comment