আসামে ভুয়ো চিকিৎসক গ্রেপ্তারে কলকাতা পুলিশ !!!


Indiapost24 Web Desk : গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের বিশেষ টিম অসম থেকে এক ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করে কলকাতায় আজ আদালতে তোলে | অন্যের নাম ও ডিগ্রী ব্যাবহার করে চিকিৎসা করছিলেন এই ভুয়ো চিকিৎসক | অভিযুক্তের নাম মিঠুন চৌধুরী | অসম থেকে তাকে গ্রেপ্তার করা হয় | গত রাতে তাকে কলকাতায় নিয়ে আশা হয় | ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হয় | পরে তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় | 

অভিযুক্ত ব্যাক্তি মূলতঃ উত্তরবঙ্গের কুচবিহার , শিলিগুড়ি , অসম , ও ত্রিপুরার নানা জায়গায় চিকিৎসা করতেন | জানা গেছে ঐ ভুয়ো চিকিৎসক অন্য এক চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন ব্যাবহার করে চিকিৎসা করছিলেন | এই ঘটনায় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন শহরের এক নামি বেসরকারী হাসপাতালের চিকিৎসক | তিঁনি কিছু নথিপত্রও জমা করেন | মার্চ মাসে অভিযোগ দায়ের করা হয় মিঠুনের বিরুদ্ধে | 

এরপরই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশ | অভিযোগ ডানকুনি থানার মিঠুন চৌধুরি নামে এক চিকিৎসকের নাম ও রেজিষ্ট্রেশন ব্যাবহার করে ঐ ভুয়ো চিকিৎসক চিকিৎসা করছিলেন | এরপর গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয় | কতদিনধরে তিঁনি এরকম করছেন তা খতিয়ে দেখছে পুলিশ | স্বাভাবিক ভাবে এই ভুয়ো চিকিৎসক কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় স্বস্তিতে  কলকাতার চিকিৎসামহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment